মনে করি ছবি দেখি
প্রতিবাদ তো নাই;
এমনি করে বলতো মোদের
কোথায় হবে ঠাঁই?

দেশটা নিচ্ছে রসাতলে
শাসক আর প্রশাসক মিলে;
ঘুমিয়ে আছি আমরা তবু
কাটছি সাঁতার ডোবার জলে।

আসো সবাই এবার দাঁড়াই
হই সঙ্গবদ্ধ মিলেমিশে;
বাঁচবে দেশ বাঁচবে জাতি
সৎ প্রচেষ্টায় অবশেষে।

৯ই চৈত্র, ১৪৩১,
ইং ২৩/০৩/২০২৫,
রবিবার মধ্যাহ্ন ১২:০৫।২৬৮৩,
২৫/৪৩, ২৪/০৩/২০২৫।