জীবনানন্দের হিজল বন্যা গাছ
মরে গেছে ওরে;
আজ আমরা শুধুই বেঁচে আছি
তাঁদের স্মৃতি ধরে।
চিল শালিকদের পাখা মেলা
আর ফড়িংদের জল-খেলা;
দেখতে দেখতে সেই আনন্দেই
যেতো কেটে দুপুর বেলা।
কাটেনা আর এখন সময় মোদের
আলোর দেখা নাই;
কখন দেখবো প্রভাতের আলো
ভাবতেই ভয় পাই ।
মিথ্যারা পরে সত্যের পোশাক
ওই ঘুরছে চারিদিকে;
সেই সত্য যে ভাই উলঙ্গ আজ
লজ্জায় মুখ ফিকে।
১৩ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২৬/০২/২০২৪,
সোমবার জেলা ১১:১৫। ২২৯৪, ২০/১২৭, ০১/০৩/২০২৪।