সত্যের হয়না ক্ষয়
থাকে না ভয়;
পথের কঠিন সংগ্রাম
পারে করতে জয়।

ওই মিথ্যারা হারবেই
বেপরোয়া তারা;
ভালো-মন্দ বিচারবোধ
করে না যে ওরা।

ভুলের পর ভুল
চিরদিন করে;
যুক্তিতর্ক মানে না
তাই ওরা হারে।

সত্যের জাগ্রত বিবেক
চেতনায় সমৃদ্ধ;
শত বাঁধাতেও তারা
হয় না যে ক্রুদ্ধ।

সত্যকে আশ্রয় করে
যারা বেঁচে থাকে;
জাতির দিশারী তাঁরা
ভালবাসে মাকে।

২৪শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ০৭/০৬/২০২৪,
শুক্রবার সকাল ৮:৫৪।২৩৯৩,২১/১১৭
০৮/০৬/২০০২৪।