মিথ্যা টানে অনেক বটে
ঠিক দুদিনের জন্য;
সত্যের মান অনেক বেশী
মূল্য তাহার অন্য।

স্বার্থ ছাড়া সত্য মেলে
মিথ্যায় তাহা নয়;
স্বার্থের টানে কেউ আসে
এটাই বড় ভয়।

২৬শে ভাদ্র, ১৪৩১,
ইং ২৬/০৯/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৯:২৬। ২৪৯০, ২২/১৬৬,
১২/০৯/২০২৪।