মা ছাড়া সন্তান নয়
ফুলো ডোরে বাধা;
শত কষ্ট নিয়ে মার
এই সন্তান সাধা।

মায়ের তুলনা শুধু
ওই মা-ই হয়;
মা ছাড়া এতো কষ্ট
কে করেছে জয়?

মায়ের কোলেতে সন্তান
কত সুখে থাকে;
ওই কষ্টের কোন আঁচ
ছোঁয় না তাকে।

মা তাই সুখাশ্রয়
সেই স্বর্গ সমান;
পিতা স্বর্গের দেবতা
রাখি যদি মান।

মায়ের চাইতে বড়
আর কিছু নয়;
মাকে মাথায় রাখা
এই সন্তানের দায়।

মাকে নিয়ে যে চিত্র
এঁকেছেন কবি;
তার চাইতে হয় না
ভালো কোন ছবি।

২১শে মাঘ, ১৪৩১,
ইং ০৪/০২/২০২৫,
মঙ্গলবার সকাল ৯:০৮। ২৬৩৬,
২৪/১২৯, ০৫/০২/২০২৫।