মাকে যদি দেখতে চাও
দেখ এই ছবি;
এমন মা-ই সবার মা
করছে বরণ কবি।

পূজবো আমি কোন মাকে
মৃণময়ী না রক্তমাংসের মা;
যার কোলেতে বড় হলাম
ওই তাঁরেই চিনলাম না।

আত্মীয়স্বজন পাড়াপড়শি
তারা মায়ের কাছে কি?
মায়ের জন্য এই জগত দেখা
আজও তাইতো বুঝিনি।

মা নিজের শান্তি বিসর্জিয়া
তার সন্তানের জন্য ভাবে;
এমন আত্মীয় কোথায় পাবে
বলো কে পেয়েছি কবে?

মা যে সবার জনমের বন্ধন
যায় না ছেড়া কভু
আমরা সেই মাকে দূরে ঠেলে
ভুল বুঝি কেন তবু?

২২শে কার্তিক, ১৪৩১,
ইং ০৮/১১/২০২৪,
শুক্রবার সন্ধ্যা ৫:৩০। ২৫৪৮, ২৩/১১২,
০৯/১১/২০২৪।