মানুষের মন সময়ের ধন
ক্ষণে ক্ষণে ঘটে পরিবর্তন।
প্রভাতে চনমনে দুপুরে গরম
সন্ধ্যায় লজ্জাবনত চোখে শরম।।

হিসাবের খাতা উল্টায় পাতা
ভুলত্রুটির থাকে কত গাথা।
সাধনার ধন এই সেই মন
বিক্ষিপ্ত হলে হেরে যায় রণ।

হেথায় ইতিহাস ফেলে শ্বাস
ভালোর সাধনায় মন্দের বাধা;
ক্ষণিক দাড়ায়ে চরণ বাড়ায়ে
পুনঃ চলে জীবনের সাধা।

একটু দাড়াও কেন ধৈর্য হারাও?
ওই দুর্বলের প্রতি হাত বাড়াও।
চাওয়া-পাওয়ার না হলে শেষ
অন্তরের ক্ষুধার থেকে যাবে রেশ।

তারই ফল এই ইন্দ্রিয় রাজ
বর্ম পড়ে সাজো রণ সাজ।
সবাই পারেনা এটাই ঘরানা।
মনের আবেগে ভালোর তাড়না।

যে যতটুকু পারে নিতে হবে ধারে
ক্রমে সম্পদ বাড়িবে সেই ঘরে।
তাহাই হেথায় রেখে যেতে হবে
আগত ওই ভবিষ্যতের তরে।।

১২ই পৌষ, ১৪৩১,
ই ২৮/১২/২০২৪,
শনিবার রাত ১১:৪২। ২৫৯৮, ২৪/৩৭,
২৯/১২/২০২৪।