না পাওয়ার মাঝে সকাল সাঁঝে
আমরা ঈশ্বর কারে বলি?
দেখি নাই যারে বুঝি নাই যারে
শুধুই অন্ধবিশ্বাসে চলি।
আঁধারের মাঝে লুকিয়ে বিশ্বাস
না দেখেও বলি দেখি;
ঈশ্বর নিয়ে কত কথা বলি
অস্তিত্ববিহীন সে কি?
মনের ইচ্ছা পূরণ হলে
বাস্তবকে জানাই ধন্যবাদ;
যাইনা খুঁজিতে ঈশ্বরকে আর
পাই জয়ের আনন্দের স্বাদ।
না পেলেই যত ঈশ্বর দেবতা
ভিড় করে মনের দ্বারে;
চুপিসারে তাই ফিরে ফিরে চাই
সেই ঈশ্বর আসে ঘুরে।
আর কতকাল রবে এই হাল
ওই মিথ্যা ভাষ্য দিয়া;
ঈশ্বর ভীতি সাধুদের প্রীতি
শোষণের পথে নিয়া।
২১শে বৈশাখ,১৪৩১,
ইং ০৪/০৫/২০২৪,
শনিবার সকাল ৯:৫৩। ২৩৫৯,২১/৪০, ০৫/০৫/২০২৪।