মানুষ যদি সত্য বলে
মিথ্যা বলে কারা;
রাজনীতি আর ক্ষমতাটা
দখল করছে যারা।
কৃষক শ্রমিক দেশের শিকড়
রাজনীতিক পরগাছা;
চুষে খেয়ে ওরা বেঁচে আছে
ওই দেশের আগাছা।
জনগণ চায় দেশের মঙ্গল
ওরা ব্যক্তিস্বার্থে বাঁচে;
শুধুই ধর্মে বর্ণে বিভেদ টেন
ওরা সবাই নাচে।
ক্ষমতা আর শোষণ ছাড়া
বোঝেনা তো কিছু;
নিজের পকেট ভরেই চলে
হয় না মাথা নীচু।
জগৎ জুড়ে সেই দুর্ভিক্ষ
আমরা কোথায় চলছি;
সময় থাকতে সতর্ক না হলে
আমরা মরবো ও মরছি।
শান্তির নামের অশান্তিটা
আসবে কবে বলো?
সুখের নামের ভ্রান্তি বিলাস
মাথায় নিয়ে চলো।
৪ঠা আষাঢ়,১৪৩১,
ইং ১৯/০৬/২০২৪,
মঙ্গলবার সকাল ৯ :২৬। ২৪০৫, ২১/১৪০
২০/০০৬/২০২৪।