হবে, হবে, সবই হবে,
শুধু সময়ের অপেক্ষায়;
ওই অত্যাচারীর অত্যাচারে
ঠেকলে দেয়ালে পিঠ তায়।
ঘুম ভাঙ্গে না জনগণের
শুনে ভালো কথা;
চেতনা হয় তখনই তাঁদের
লাগলে বুকে ব্যথা।
মানুষ শুধু নামেই আমরা
মান হুশ যে নাই;
আসবে হুশ কোন মন্ত্রে
যদি সেই জাদুকর পাই।
ওই অপেক্ষাতে আছি আমরা
রাত্রি দিন জেগে;
বাঁচতে চাই আমরা সবাই
সেই চেতনা মেগে।
১৩ই আষাঢ়, ১৪৩১,
ই; ২৮/০৬/২০২৪,
শুক্রবার বিকেল৫:৫৪।২৪১৫,২১/১৭০,
২৯/০৬/২০২৪।