ধর্ম বলি কাকে বন্ধু
এ তো ধর্ম নয়;
মানুষেরই মতবাদ এ
পাচ্ছি আমরা ভয়।

ধর্ম মোদের মনুষ্যত্ব
ওই পশুত্বটা নয়;
পশুর ধর্ম পশু করে
ধ্বংসে তাদের জয়।

বিবেক বোধ সব হারালে
কেমনে মানুষ বলি?
পশু মানুষ এক আত্মায়
খেলছে রক্ত হলি?

আমরা জন্মেছি মায়ের গর্ভে
সব মা ই যে সমান;
কেন করি পার্থক্য তাদের
করে হিন্দু মুসলমান?

১২ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ২৮/১১/২০২৪,
বৃহস্পতিবার রাত ১০:১৬।২৫৬৮,২৩/১৬০,
২৯/১১/২০২৪।