মানুষ হয়ে জন্ম নিয়ে
মানুষই হলাম না;
ছিন্ন ভিন্ন আমরা সবাই
আর অশ্রু ফেলে মা।
বাংলা মায়ের সন্তানেরা
কত রক্ত দিল;
ঐ স্বার্থপর আমরা সবাই
হিসাব কষেই গেল।
বুঝলাম না আমরা কিছুই
সবই শূন্য হবে;
যোগ বিয়োগের ফলটা তাই
শেষের দিনে পাবে।
বিবেক বোধ কবে আসবে
চেতন চিত্ত নিয়ে?
সবার জন্য সবাই আমরা
বুঝবো হৃদয় দিয়ে?
বুকের সাথে বুক মিলিয়ে
ভাবতে যদি পারি;
তবেই আসবে শান্তি হেথা
দুখের পড়বে দাড়ি।
১৩ই ফাল্গুন, ১৪৩১,
ইং ২৬/০২/২০২৫,
বুধবার দুপুর ১২:০৫। ২৬৫৮,
২৪/১৮০, ২৭/০২/২০২৫।