ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক
সফলতা আসতেই পারে;
মানবিকতা বোধ মানুষের ধর্ম
নির্ভর ব্যক্তি চেতনার পরে।
মনুষ্যত্বের অধিকারী কে কতখানি
কর্মেই প্রকাশ তাহা;
কর্মেই মানুষের আসল পরিচয়
জগতে থাকিবে যাহা।
ওই মনুষ্যত্বহীন মানুষ যখন
নিজের স্বার্থে মাতে
পশুর পাশবিকতায় দেখিতে পাই
তাহার কর্মের সাথে।
১৫ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২৮/০২/২০২৪
বুধবার সকাল ৯: ১৭। ২২৯৫, ২০/১৩০, ০২/০৩/২০২৪।