বেদবিধি আর শাস্ত্র কানা
জানতে চাইলেও যায় না জানা
বন্ধ ছিল অন্ধ ঘরে।
ব্যক্তি স্বার্থে বেদ-বেদান্ত
মিথ্যাচারের সেই অনন্ত
উঠে আসে বারে বারে।
যখন জানার সময় হলো
বন্ধ ঘর খুলতে গেল
মহাশূন্য গোলকে ধাঁধা।
গোষ্ঠী সার্থে, ব্যক্তি স্বার্থে,
হলো কাদের পরমার্থে
কাল কলঙ্কের কত কাদা।
স্বর্গ, নরক, মৃত্যু ভয়
করতে গেলে সকল জয়
সত্যগুলো জানতে হবে।
আঁধার থেকে আলোয় ফিরে
দেখতে হবে চোখ খুলে
তবেই বাস্তব দেখতে পাবে।
ব্রাহ্মণ, মৌলভী, যাজকেরদল
আনলো তুলে হলাহল
জগত নীলকন্ঠী হয়ে গেল।
সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে
ঘুরে বেড়ায় ধর্ম নিয়ে
সমাজকে তারা কি দিল?
যায় না পাপ ধুইলে পরে
ত্রিবেণী বা সাগরে স্নান করলে
তাতে পবিত্র জল নোংরা হয়।
পারলে গৃহী হয়ে সেবা কর
ওই মানব ধর্ম বজায় রাখ
তবে মনুষ্যত্বের হবে জয়।
১৪ই মাঘ, ১৪৩১,
ইং ২৮/০১/২০২৫,
মঙ্গলবার সন্ধ্যা ৬:০২। ২৬২৯, ২৪/১১০,
২৯/০১/২০২৫।