ওই মানবসম্পদ শ্রম নির্ভর
দেশের সেবায় ব্যাপ্ত;
সংসার ছেড়ে সন্ন্যাস ব্রতে
হয় জীবনটাই অভিশপ্ত।
বিয়ে করে বউকে ছেড়ে
যারা সন্যাস ব্রত নেয়;
দায়িত্ববোধ নাই তাঁদের
মানবতায় ভয় পায়।
আসল সত্য সরিয়ে দিয়ে
মিথ্যা নিয়ে খেলে;
নিজেরে সম্রাট মনে করে
ওই ক্ষমতাটা পেলে।
নিত্য নতুন পোশাক আশাক
নিত্য তাঁদের দ্বন্দ্ব;
বিভেদের সুর বজায় রাখে
ভাবে এটাই ছন্দ।
দ্বন্দ্ব-মন্দ সব ভুলে যায়
ব্যক্তি স্বার্থ এলে;
কেমন করে ভাববে তাঁরা
বন্ধুর স্বার্থ ফেলে।
ওই ভোটের সময় জনগণ
আর প্রয়োজন নাই;
পাখির চোখ সরকারি সম্পদ
বিক্রি করে তাই।
মানব সম্পদের সঠিক ব্যবহার
উন্নত দেশের মাপকাঠি;
আর অনুন্নত দেশের ছায়ায়
আমরা সবাই হাঁটি ।
সকল সুযোগ থাকা সত্ত্বেও
হয়না দেশের উন্নয়ন;
বেকার মরে কর্মের জ্বালায়
হয় ধর্মীয় উপনয়ন।
নীতির প্রশ্নে কত কৌশল
শাসক, প্রশাসকের চলে;
ওই সত্য যায় মিথ্যা হয়ে
কূটকচালের ফলে।
৭ই পৌষ, ১৪৩০,
ইং ২৪/১২/২০২৩,
রবিবার বেলা ১:৫২। ২২৩০, ২০/৩৩, ২৬/১২/২০২৩।