যে মনীষা হৃদয়ে পালিত
প্রকাশিবে তাহা ধীরে;
ফুলের মত ফুটিবে বৃন্তে
আপন মনন ঘিরে।
প্রকৃতির পথে সত্য সনাতন
যেমন করিয়া চলে;
প্রতি পদক্ষেপে তাহাই দেখি
প্রকাশিত ছলে বলে।
ঋত ঋদ্ধি ঋদ্ধ আজিকে
ঋষিসম তার কাজ;
প্রগলভতায় যদি হারিয়ে যায়
তবেই ধ্বংস হবে রাজ।
চেতনার মনীশ পথ হারাবে
আলো থেকে আঁধারে;
সাধনার ধন মিলিবে না আর
ডাকিলেও বারে বারে।
৭ই মাঘ, ১৪৩০,
ইং ২২/০১/২০২৪,
সোমবার সকাল ৯:১৭। ২২৭৩, ২০/৭৬, ০৯/০২/২০২৪।
মনীষা >প্রতিভা, মনীশ>অন্তর দেবতা, ঋত>পুজিত, ঋদ্ধি >সমৃদ্ধি,ঋদ্ধ >ঐশ্বর্যশালী।