যাদের বাংলা ভাষা মাতৃভাষা
বাঙালি বলি তাঁদের;
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান,
মা মানুষ করেনি ওদের।

মতবাদকে বুকে জড়িয়ে ধরে
ধর্মের কথা বলি;
জন্মের পরে ছিল মানব ধর্ম
এখন মতবাদ নিয়ে চলি।

সব মায়েরই সমান সম্মান
মতবাদে পার্থক্য দেখি;
পর্দানশিন করতে চায় তাঁদের
মতবাদের মন্ত্র শিখি।

ধর্মীয় মৌলবাদ সবই সমান
পার্থক্য নাই কিছু;
কিছু মানুষ শুধু ব্যক্তি স্বার্থে
ছোটে মতবাদের পিছু।

কেউ হয় ধর্মগুরু কেউ মৌলভী
কেউ পাদ্রী, কেউ শ্রমন;
এমনি করেই বিভাজনের বিষে
করছে মানবতাকে দমন।

অভ্যাসবশতঃ মতবাদকে ধর্ম বলি
সততই জ্ঞানের বড় অভাব;
ওই ধর্মের নামে আজ ব্যক্তি স্বার্থে
এটাই আমাদের স্বভাব।

প্রকৃত মানুষ হবো কবে আমরা
প্রশ্ন শুধুই মানুষের কাছে;
এইভাবে কি বিবেকবুদ্ধি মনুষ্যত্ববোধ
বলো এই জগতে বাঁচে?

২১শে অগ্রাহায়ন,১৪৩১,
ইং ০৭/১২/২০২৪,
শনিবার সকাল ১১:৪২। ২৫৭৮, ২৩/১৮০,
০৯/১২/২০২৪।