আজকে আছি কাল রবোনা
চলেই যেতে হবে;
মিথ্যাচারে কি লাভ বলো
ভালো ফল কি পাবে?
মানুষ যদি মিথ্যা বলে
সত্য বলবে কে?
হীনমন্যতার প্রকাশ এটা
বিবেক বলে যে।
ঐ হীন যে বড় খারাপ শব্দ
হয় মনুষ্যত্ব ছাড়া;
মানুষ কি আর মানুষ থাকে
বিবেক বুদ্ধি হারা।
মানুষ হবো মান দেব না
কেমনে এটা ভাবি?
মানুষ পশুর চরিত্র দেখো
দেখতে পাবে ছবি।
লজ্জা হবে ভাবতে মানুষ
কাদের নিয়ে আছি?
জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উঠে
কেমনে বলো নাচি?
সুতোয় বাঁধা পুতুল নও
যেমন খুশি নাচবে;
মান হুশের মানুষ হয়ে
ফানুসের মতো সাজবে?
২১শে পৌষ, ১৪৩১,
ইং ০৬/০১/২০২৪,
সোমবার রাত ১২:৫০। ২৬০৭,২৪/৫৮,
০৭/০১/২০২৫।