সক্রেটিস বলেছিলেন-
"জ্ঞানীরা জ্ঞানের জন্য
বলবে একদিন ধিক;
মূর্খরা মূর্খ হওয়ার জন্য
হাসবে ফিক ফিক"।
সেই বাক্য সত্য আজ
দেখি চারিদিকে;
ঐ জ্ঞানীদের প্রভাব তাই
হচ্ছে ক্রমে ফিকে।
ওই মূর্খরা শাসন করে
জ্ঞানীদের আজ;
ন্যায় অন্যায় সব সমান
চলছে সেই রাজ।
ফিরবে কি বিবেক বুদ্ধি
জ্ঞানী যাদের বলি?
না-এইভাবে কাটবে দিন
যুগ যাবে চলি?
কাল ক্রমে ফিরে যাব
সেই আদিম যুগে;
মানুষের মাংস মানুষ খাবে
অভাবে ভুগে ভুগে।
সতর্ক হও পথিক তুমি
হারাইওনা পথ;
বুকে গেঁথে নাও আজ
সক্রেটিসের মত।
১৫ই মাঘ, ১৪৩০,
ইং ৩০/০১/২০২৪,
মঙ্গলবার সকাল ১০:২৫। ২২৬৫, ২০/৯২, ০১/০২/২০২৪।