মরমের কথা মরমি বোঝে
অন্য কেউ তো বোঝে না;
অবোধ ওই সন্তানের কথা
শুধুই বুঝতে পারে মা।
এই জীবন বড় কঠিন ঠাঁই
দুঃখ ছাড়া কিছুই নাই;
আপন করে টানলে কাছে
খানিক মনে শান্তি পাই।
ঘৃণা বিদ্বেষ সকল নিয়ে
শাসক শোষক চলছে ধেয়ে;
নিজের ছাড়া ভাবে না কিছুই
ধন্য হয় কিঞ্চিত পেয়ে।
জ্বলছে আগুন জগত জুড়ে
যদি না দাঁড়ায় চেতনা ঘুরে;
আমাদের জ্বালানো ওই আগুনে
সবাই আমরা মরবো পুড়ে।
৯ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২২/০২/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৯:৪৪। ২৩০৮, ২০/১১৯, ১৫/০৩/২০২৪।