তোমরা এক মায়ের গর্ভে জন্ম নিলে
একজন হিন্দু একজন মুসলিম হলে।
একজন করে দুর্গাপূজা কালীপূজা
ঈদের দিনে একজন রাখছে রোজা।
মা যে তোমাদের একজনই ভাই
তবে বিভেদ বলো কোথায় পাই?
মায়ের বুকের দুধে মানুষ যারা
ডান হাত বাঁ হাত মায়ের তাঁরা।
একজন জমি চাষে থাকলো মেতে
আরেকজন জ্ঞানের খোঁজে ঐ ঢাকাতে।
পড়াশুনার সকল খরচ চাষা দিল
ভাইয়ের ভালোবাসায় সে জ্ঞানী হল।
আর সময় পেলেই ছুটে আসে
ওই মুসলমান ভাই হিদুর কাছে।
মায়ের সাথে কথা বলে মিলেমিশে
মা যে তাঁদের সর্ব ধর্মের ঊর্ধে বসে।
জন্ম দিয়ে আনলো টেনে এই ধরাতে
মা পেলে আর খাদ্য পেলে ওই বরাতে।
চলার পথে ডানে বায়ে হতেই পারে
ভাইয়ে ভাইয়ে বিভেদ হবে কেমন করে?
জন্ম মৃত্যুর মাঝের পথে তাই তো খুঁজে
দেখতে পারো চলার পথটা একটু বুঝে।
জন্মের আগে যেথায় ছিলে তুমি ওরে
যাবে তুমি আবার হোথায় একটু ঘুরে।
১৬ ই ভাদ্র, ১৪৩৯,
ইং ০৩/০৯/২০২৩,
রবিবার বিকেল ৫:০৩। ২১২০, ১৯/৪৮, ০৬/০৯/২০২৩।