মায়ের কাছে সন্তান যে কি
শুধুই বোঝে মা;
মায়ের অভাব বুঝতে পারে
যখন মা থাকে না।

মায়ের দৃষ্টি সন্তানের উপর
শৈশব কৈশোরে থাকে;
যৌবনে এসে মায়ের উপদেশ
লাগে না আর কাজে।

আত্ম সুখে মগ্ন থাকে
সন্তানরা যে যার;
মা তখন দূরের মানুষ
কে নেবে সেই ভার?

অভিজ্ঞতাই তারে শেখায়
কোনটা ভালো-মন্দ;
বংশপরম্পরায় চলতে থাকে
এই সুনির্দিষ্ট ছন্দ।

৩রা পৌষ,১৪৩১,
ইং ১৯/১২/২০২৪,
বৃহস্পতিবার বেলা  ১১:১৫। ২৫৮৯,২৪/১২,
২০/১২/২০২৪।