নাড়ি ছেঁড়া বাঁধনহারা
রক্তের পরশ থাকে;
তাই সন্তান পারে না
ভুলে যেতে মাকে।
মা যে তার সৃষ্টির স্রষ্টা
ঈশ্বর বলি যাকে;
অদৃশ্যে ওই ঈশ্বর থাকে
কাছে পাই মাকে।
তাইতো মা এত আপন
প্রাণের সাথে মিশে;
দুঃখ কষ্টে স্মরণে আসে
মায়ের আশ্রয় শেষে।
মায়ের নামে কেটে যায়
দুঃখ কষ্ট ভয়;
পরিশেষে আমরা পাই
জীবন যুদ্ধে জয়।
১লা জৈষ্ঠ,১৪৩১,
ইং ১৫/০৫/২০২৪,
বুধবার সকাল ৭:১০। ২৩৭১,২১/৬৩,
১৭/০৫/২০২৪।