মা-বাবা কষ্ট করে
সন্তানদেরই লাগি;
বুকে থাকে কত স্বপ্ন
ভাবে রাত্রি জাগি।

হয় না সফল সকল স্বপ্ন
তবু কষ্ট করে যায়;
সন্তান তাদের বড় হবে
থাকে আশায় আশায়।

জীবন শেষে কষ্টে ভাসে
সন্তান যায় দূরে;
আঁখি জলে বক্ষ ভাসে
আসেনা আর ফিরে।

মা বাবার ভাগ্যাকাশ
মেঘে থাকে ঢাকা;
শত চেষ্টায় হয় না তাহা
ক্ষণিক তরে ফাঁকা।

২৮শে ভাদ্র,১৪৩১,
ইং ১৪/০৯/২০২৪,
শনিবার বেলা ২:১৫। ২৪৯৩, ২২/১৭৪,
১৫/০৯/২০২৪।