জীবনের ধারা ওই এগিয়ে যাবার
পুরাতন ছেড়ে গিয়ে, নতুন পাবার।
পুরাতন অতীত হয় স্মৃতিতে থাকে
সব ভুলে গেলেও ভোলে না মাকে।

অতীতে পরতো কাপড় হাঁটুর উপর
কোট টাই পরে কেন আমরা ঊষর?
স্বার্থটাই ভালো বুঝি আমরা সবাই
মান আর মনুষ্যত্বে পেলাম না ঠাঁই।

উন্নতির কত প্রমাণ দেখি চারিদিকে
মানবতার কাছে সব হয়ে গেল ফিকে।
রক্ত ঝরে খুন হয়, দেখি লালসার রূপ
জ্ঞানের মনস্কতায়- কেমনে জ্বালব ধুপ?

এসে এই বর্তমানে ভাবি কত কী,
ঘরনীর চাইতে ভালো, অতীতের ঝি।
সুস্থ সৃষ্টির ধারা ছিল অতীতে বহমান
ধ্বংসের আবহ কেন আমাদের দান?

তাকাতে ভয় লাগে, দেখিতে জগত
আর কি ফিরবে হেতা শান্তির মগধ?
ব্যক্তি স্বার্থ আর ক্ষমতার বীভৎস রূপ
উন্মুক্ত সাগর ছেড়ে আজ আশ্রয়ে কূপ।

ধরণী টুকরো টুকরো মানুষের বিভাজন
ঈশ্বর বিশ্বাস সাথে ওই ধর্মীয় প্রচারণ।
জগতে সবই  লোভ আর লালসার ফল
হয়েও মানুষ ছাড়ে নাই পাশবিক কৌশল।

১৪ই ভাদ্র, ১৪৩১,
ইং ৩১/০৮/২০২৪,
শনিবার বিকেল ৫:৫৭। ২৪৭৯,২২/১৪২,
০১/০৯/২০২৪।