প্রভাতের সূর্য লাল হয়ে ওঠে
শুভর সূচনা তাহা;
মায়ের সিঁদুর তাহাই বলে
দেখে এসেছি যাহা।
দশমীতে ওই সিঁদুর খেলা
শুভ আনন্দের হোলি;
পালিত হয় এলেই এসময়
যাকে হিন্দুরকৃষ্টি বলি।
লাল রক্ত অসুখে-বিসুখে
আমরা করি দান;
সাম্যের বার্তা লাল পতাকা
মানুষকে বাঁচাতে চান।
বিজয় তিলক কপালে পড়িত
তাহার রং ও লাল;
বিপদের সংকেতে লাল রং হয়
সরকারি হালচাল।
২১শে আশ্বিন, ১৪৩০,
ইং ০৯/১০/২০২৩,
সোমবার সকাল ৮:১৮। ২১৫৩,১৯/১৪৮, ১০/১০/২০২৩।