লড়াইয়ের ও সীমা আছে।
শিখবো তাহা কার কাছে?
জীবন পথে সবাই চলে
লড়াইর কথা তাইতো বলে।
চলছে ছুটে তাহার টানে
শেষ হবে না এই জীবনে।
থামবে যবে অচল হবে
নিথর হয়ে পড়ে রবে।
মনের কথার আদান প্রদান
জ্ঞানের সীমার বাড়ায় মান।
তাই নিয়েই বাঁচা সোজা
মাথায় নিয়ে লড়াইর বোঝা।
১লা মাঘ,১৪৩০,
ইং ১৬/০১/২০২৪,
মঙ্গলবার বেলা ১১:৫১। ২২৫০, ২০/৬৭, ১৭/০১/২০২৪।