রোগ প্রতিরোধক শক্তি যদি
ওই সুখ হয়
সুখ তবে কি?
সেই সুখের সংজ্ঞা নানানতর
নানান জনে কয়।

ক্ষমতা লোভে কেউবা সুখী
অর্থ লোভে কেউ;
সমাজ সেবায় কেউবা সুখী
আর রাজনীতিকরা ফেউ।

রোগ প্রতিরোধক শক্তি শরীর চর্চা
বিকল্প তার নাই;
চলে নিজের সাথে নিজের লড়াই
মিলবে হেথা ঠাঁই।

আসল সুখ নকল সুখ
সুখ যে নানান প্রকার;
কোন সুখ রোগ প্রতিরোধক
সেটা বোঝা দরকার।

লেখায় সুখ পড়ায় সুখ
সুখ মিষ্টি মধু খেতে;
লাগে অর্থনৈতিক সুস্থতা
সত্যিকারের সুখ পেতে।

সুখের পিছে ছুটতে গেলে
সেই সুখ পাবেনা
দুঃখের মাঝে ছোট্ট অবকাশ
ঐ প্রাণের সান্তনা।

১৬ই আশ্বিন, ১৪৩১,
ইং ০৩/১০/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৮:০১।