জন্মেছিলেন মহামানব বিদ্যাসাগর
নিয়ে ঋষির প্রজ্ঞা ও মন;
পাশ্চাত্যের জ্ঞান উদার মানসিকতা
ছিল তাঁহার চেতনার ধন
বিদ্যা দানে ব্রতী ছিলেন
বীরসিংহের বিদ্যাসাগর মশাই;
আজ সবই ধ্বংস করল
বিদ্বানিরা পবিত্র বিদ্যানের ঠাঁই।
চেতনার আধার পেলাম আমরা
ওই যাহার কাছে;
আজ তাঁহার পবিত্র জন্মদিন
ভাবতে মরি লাজে।
কি সম্মান দেব তাঁহারে
অশ্রু আসে চোখে;
জ্ঞানীগুণী হলাম আমরা
শুধুই কি মুখে?
জ্ঞানের প্রকাশ ঘটছে না তো
ওই সুধীজনের হতে;
আমরা কি সত্যিই বিদ্বান
শ্রদ্ধেয় বিদ্যাসাগরের মতে?
আমরা মিথ্যাচারে ভরে দিলাম
সমাজ জাতি সংসার;
ভবিষ্যৎ যখন ভাববে তাহা
মিলবে -! কি উপহার?'
৮ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৬/০৯/২০২৩,
মঙ্গলবার সকাল ৯:৩৫। ২১৪০, ১৯/৯১, ২৭/০৯/২০২৩।