এই জীবশ্রেষ্ঠ মানুষের নাই হুশ
নিজের পায়ে কুড়াল মারে,
আগুন লাগায় নিজের ঘরে,
তাঁরা কি তাতেই থাকে মহাখুশ?
কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি ফলে
ধ্বংস হবে ধীরে ধীরে;
ডুববে সবাই অন্ধকারে
আর ভাসবে মানুষ অথৈ জলে।
কাজের ক্ষেত্র থাকবে না আর
হবে যৌবন শক্তি কর্মহীন,
বেকার বুঝি বাজাবে বীণ!
ঐ বন্ধ করে আপন ঘরের দ্বার?
শেষের দিনের তাই শব্দ শুনি
রক্ত গঙ্গা বইবে বুঝি?
তৈরি হচ্ছে সেই সূচি
মনুষ্যত্ব হারায়েছে জ্ঞানীগুণী?
যেজন জ্বালে আলো হিসাব কষে
বুদ্ধিমান মানুষ তাকেই বলে,
আর তিন কাল দেখে চলে
নাহলে মরবে সবাই তৈয়ারি বিষে।
২৯শে পৌষ,১৪৩০,
ইং ১৫/০১/২০২৪,
সোমবার রাত ১০:৫৮। ২২৪৯, ২০/৬৬,১৬/০১/২০২৪।