ধাক্কা না খেলে শিক্ষা হয় না
এই জীবন পথে চলতে;
ঐ তরতরিয়ে চলে না নৌকা
না জানলে বৈঠা বইতে।
ঝড় তুফানে হালের মাঝি
শক্ত হাতে ধরতে হবে হাল
ব্যর্থতার নানান অভিজ্ঞতাই
হতে পারে যুদ্ধ জয়ের চাল।
জানি- ওই কঠিন বড় কঠিন
হেরে পুনঃ শুরু করা;
মনের জোরের ঘাটতি হলে
ওই শরাই হবে ধরা।
যারা পারে তাঁদের সংখ্যা
এই জগতে একান্তই যে কম;
কজন মানুষ রাখতে পারে
হারার পরে ধরে রাখতে দম?
২৬শে বৈশাখ ১৪৩১,
ইং ০৯/০৫/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৯:৩৫।২৩৬৪, ২১/৫৩
১০/০৫/২০২৪।