কোথায় আছি? কেন আছি?
পারিনা করতে প্রতিবাদ;
এইভাবেই আমাদের জীবন যাবে
মিটবে না আর সাধ?
লড়াই করতে যে মনের দরকার
সেই মনটা আর নাই;
নিজের স্বার্থে ভাবতে ভাবতে
আঁধারে নিচ্ছি ঠাঁই।
আলো কোথায় হারিয়ে গেল
মোদের জীবন থেকে?
সবাই আমরা নির্বাক আজ
পারিনা বলতে হেঁকে।
থাকবে পরে সকল কিছু
যেথায় যেমন আছে;
থাকবে না অস্তিত্ব মোদের
এই জগতের কাছে।
৮ই মাঘ, ১৪৩১,
ইং ২২/০১/২০২৫,
বুধবার দুপুর ১২:৩২। ২৬২৩, ২৪/৯৪,
২৩/০১/২০২৫।