কোটালীপাড়া, কোটালীপাড়া,
কবি সুকান্তর জন্মস্থান;
তুমি যে ভাই উত্তরসূরী
রেখো, কোটালীপাড়ার মান।
ঠাকুরনগর স্কুল মাঠে কোটালীপাড়ার
হবে বৃহত্তর সম্মেলন;
তারিখটা ওই একুশে জানুয়ারি ২০২৫
করবে সবাই মূলের স্মরণ।
মূল যে আজও প্রথিত হোথায়
ডালপালা, ফুলফল, স্মরণ করে;
কতটুকু আর থাকবে বলো
এখন ও হৃদয় জুড়ে?
অল্প সংখ্যক হয়তো সত্তর উর্ধ্বে
যারা সোনার বাংলায় ছিল;
নাড়ির টান হয়তো তাঁদের বেশি
ছোটরা কেমনে বুঝবে বলো?
যারা দেখেনি যারা পড়েনি
ওই কোটালীপাড়ার কথা;
প্রথম মহিলা গ্র্যাজুয়েট হয়েছিল
আমরা গর্বের নোয়াই মাথা।
পেয়েছি আমরা কবি সুকান্তকে
পেয়েছি তার ভাইপো বুদ্ধদেব;
পশ্চিমবঙ্গের ওই মুখ্যমন্ত্রী হয়ে
টেনেছে মনুষ্য জীবনের ছেদ।
কিছু দায়বদ্ধতা থেকে যায় মোদের
আমরা যে ওই কোটালীপাড়ার লোক;
কিছু তো আমাদের করতেই হবে
উত্তরসূরিরা যেন না করে কোন শোক।
উত্তরসূরী তোমরা ছোটরা যারা আছো
পাওনি কোটালীপাড়ার পরশ;
ইতিহাস পড়ে বা মুখে শুনে শিখলে
দেখো থাকিবে না আফসোস।
বক্ষ ফুলবে মূল ও কাণ্ডের গর্বে
শক্ত হবেই শিরদাঁড়া
ঊর্ধ্বে তুলে ধরো কোটালীপাড়ার নাম
সঙ্গবদ্ধ হয়ে হও খাড়া।
১০ই পৌষ, ১৪৩১,
ইং ২৬/১২/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১:০৭। ২৬২১, ২৪/৩১,
২১/০১/২০২৫।
সুকান্ত ভট্টাচার্য বাবা নিবারণ ভট্টাচার্য পৈতৃক ভিটা উনিশিয়া গ্রাম
কোটালীপাড়া, পদ্ম বিল, শিকির বাজার, ধারাবাসাইল কলেজ
কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসুর পৈতৃক ভিটা চাঁদশী। বাবা ব্রজকিশোর বসু।
দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা গ্র্যাজুয়েট। ব্রিটিশ সাম্রাজ্যেরও বটে।