ঐ ভালোবাসার অনুভূতি
মনের তৃপ্তি আনে;
বিহীন তাহা পরান ফাঁকা
প্রেমিক সেটা জানে।
বাজলে বাঁশি কদম গাছে
চায় যেতে মন হোতা;
গেলে পরে মনটা ভরে
মিলিয়ে যায় ব্যথা।
এমন মনটা সবার হলে
ধরতো না আর মাথা
কোন রসায়ন কম হলে
বন্ধু ভোলে বন্ধুর কথা?
চুক্তিবদ্ধ জীব আমরা
ভালোবাসা মনের বিনিময়;
ছিঁড়ে গেলে সেই বাঁধন
আত্মার মৃত্যু হয়।
২৭শে ফাল্গুন, ১৪৩১,
ইং ১২/০৩/২০২৫,
বুধবার বিকাল ৪:৪০। ২৬৭৩,
২৫/১৫, ১৫/০৩/২০২৫।