স্বরবৃত্ত শিশুর মত
থামতে জানে না;
মাত্রাবৃত্ত যুবক যেন
থেমেও থামেনা।
অক্ষরবৃত্ত পরিণত যেন
গভীর চেতনার ফল;
সুসজ্জিত একটা ফুল
অরূপ রূপের দল ।
কবিতার ঐ কাব্যিক ধারা
ছন্দ, মন্দ, লয়,
প্রেম পিপাসু মানুষকে
করতে পারে জয়।
২৯শে আষাঢ়,১৪৩১
ইং ১৪/০৭/২০২৪,
রবিবার রাত ১১:২৪। ২৪৩১,২২/১৬,
১৫/০৭/২০২৪।