কবিতা আমার সুখ দুঃখ
কবিতা আমার গান;
কবিতা আমার হাসি আনন্দ
কবিতায় খুঁজি প্রাণ।

জাগরণে কবিতা শয়নে কবিতা
কবিতায় স্বপ্ন দেখি;
পুরাতন ছেড়ে নতুনকে ধরে
কত কবিতা লিখি।

কবিতায় প্রভাত কবিতায় দুপুর
কবিতায় সন্ধ্যাবেলা,
কবিতা না হলে বন্ধুদের সাথে
হয় না যে কথা বলা।

কবিতা পড়ায় কবিতা শেখায়
সমাজ জীবনের কথা;
সমাজনীতি বলো, রাজনীতি বলো,
কবিতায় প্রকাশে ব্যথা।

কবিতা ওই জন্ম মৃত্যু
কবিতা শৈশব কৈশোর;
যৌবনে সে প্রেম বিরহে
হয় কবিতায় ভাস্বর।

বৃদ্ধতে এসে স্মৃতিতে ভেসে
কবিতায় কাটে দিন;
কবিতার সুরে সিন্ধুর তীরে
যাই পশ্চাতে ফেলে ঋণ।

২১শে পৌষ, ১৪৩১,
ইং ০৬/০১/২০২৫,
সোমবার রাত ১১:০৬। ২৬০৮, ২৪/৫৯, ০৮/০১/২০২৪।