প্রয়াত আমাদের প্রিয় কবি
প্রতুল মুখোপাধ্যায়;
আজ ১৫ ই ফেব্রুয়ারি ২০২৫
শেষ হয়ে গেল এক অধ্যায়।
স্মরণ করি প্রিয় শিল্পীকে
অন্তর নিংড়ানো একান্ত শ্রদ্ধায়।

বাংলা মায়ের প্রিয় সন্তান
যিনি গেয়েছেন আপন কণ্ঠে
বাদ্যযন্ত্র ছাড়া মাতৃভাষায় গান।
মধুর ভাষা বাংলা ভাষায়
এটাই তাঁহার দান।

"আমি বাংলায় গান গাই।
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই"।

বাংলায় যারা আছো ছড়িয়ে ছিটিয়ে
খুঁজে পেয়েছো কি নিজেকে
আজও মায়ের কোলে তাই?

ওই মা তোমায় বড়টি করেছে
সবুজ শ্যামলা নিজের বক্ষ সুধায়
বিশ্বকে শিখিয়েছে কথা বলতে
একান্তই ওই নিজের মায়ের ভাষায়।

মাতৃভাষা দিবস সেই একুশে ফেব্রুয়ারি
ছয় দিন আগে চলে গেলেন
মায়ের সে-ই প্রিয় সন্তান
আমাদের সকলকে ছাড়ি।
এসো শ্রদ্ধায় আজ আমরা তাকে
মনের আবেগে স্মরণ করি।

৩রা ফাল্গুন, ১৪৩১,
ইং ১৫/০২/২০২৫
শনিবার রাত ৭:০৮। ২৬৪৭,
২৪/১৬০, ১৬/০২/২০২৫।