Bangla-kobita.com
কবিবন্ধুদের এক মিলন মেলা;
হাজারে হাজারে বন্ধুরা এসে
ভাসায় হেথা মনন ভেলা।

কত হাসি কান্না দুঃখের কথা
লেখনি আঁকে কবির মনের ব্যথা।
সবই রয়ে যাবে ধরার পরে
শুধুই থাকবেনা কবি হেথায় ওরে।

প্রিয় বন্ধু কবি শহীদ খান
চলে গেছে কোন সুদূরে;
তার কবিতা আজও দেখি
কবিতা ডট কমের পাতা ঘুরে।

কবি বন্ধুদের কাছে বলতে চাই
আমরা মানুষ মৃত্যুর পরে কি পাই?
উত্তরসূরি দেখবে মোদের কর্মকাণ্ড
আর পাবে পূর্বসূরীর মানদন্ড।

তাই কবি বন্ধুদের চিন্তাভাবনা
থাকুক ধরায় ইতিহাস হয়ে;
বিচার করবে উত্তরসূরী
মোদের জ্ঞান ভান্ডার হাতে পেয়ে।

তাই ভাবতে হবে আজ আমাদের
এই ভান্ডার সংরক্ষণের উপায় কি?

আমরা যারা আজকে আছি
কালকে হয়তো থাকবো না।
কেমন করে বাঁচবে মোদের মনন ভান্ডার
সবাই মিলে একটু বন্ধু ভাবনা।

আমরা চলে যাওয়ার সাথে সাথে
সবকিছুই কি ধ্বংস হবে;
প্রিয় বন্ধুদের এতদিনের কর্মকাণ্ড
সবই কি শেষ হয়ে যাবে?

যদি তাহা মহাকাব্য কারে
রাখতে পারি আমরা ধরে;
থাকবে তাহা অক্ষয় হয়ে
লেখা ইতিহাসে স্বর্ণাক্ষরে।

সবাইকে তাই বলতে চাই
কেমন করে সেই পথ খুঁজে পাই?
সকল বন্ধুর সকল ভাবনা
রাখতে চাই সুরক্ষিত  ঠাঁই।

০২/০২/২০২২
বুধবার রাত১১:২০।

পরিশেষে বলি উপরের উল্লেখিত প্রস্তাবটি সযত্নে নিজের মনে করে বিচার করে দেখবেন । কবি বন্ধুদের সারা জীবনের এই সুন্দর ভাবনাগুলোকে কি ভাবে আমরা সংরক্ষণ করতে পারি? আমরা যদি সবাই চেষ্টা করি তাহলেই সম্ভব হবে আমাদের চিন্তাভাবনাকে বাস্তবে রুপ দেওয়া। আসুন বন্ধু হাতে হাত মিলিয়ে, হৃদয়ে হৃদয় মিলিয়ে এই কাজটা অন্তত করে যাই। এটা আমাদের সকলের দায়। এ দায় থেকে কেউ যেন পিছুপা না হই। আশা করব আমাদের প্রচেষ্টা সফল হবে।