অন্ধকারের অসীম শক্তি
ধর্মের বিশ্বাস তাই;
বাস্তবে যার ক্ষমতাশূন্য
প্রমাণেই তাহা পাই।
চিন্ময় প্রভুর মুক্তির কথা
প্রমাণ করলো আজ;
বিশ্ব জুড়ে প্রার্থনা করেও
হারলো ঈশ্বরের রাজ।
বাবাসাহেব বলেছিলেন ঈশ্বর নাই
ঈশ্বর ধরার মানুষ;
পেয়েও প্রমাণ ফিরল কি
মোদের সেই হুশ?
অন্ধকারকে বিশ্বাস করি
শুধুই ধর্মের নামে;
কি লাভ হল বলতে পারো
বিবেকের ওই দামে?
ধর্মের উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই;
হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
আমরা ভাই ভাই।
১৮ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০৪/১২/২০২৪,
বুধবার দুপুর ১২:১৪। ২৫৭৪, ২৩/১৭৮,
০৫/১২/২০২৪।