শূন্য তুমি পুন্যের মোহে
কি করিছ বলো?
শুধু নিজেরে বঞ্চিত করে
কেন তুমি চলো?
পুণ্য সে কি শূন্যের সাথে
করিছে বিরোধ;
তাই নিজের সঞ্চিত ধন
দিয়ে হবে শোধ?
বঞ্চনার সিঞ্চন বারি
পুন্যের ধারা;
ব্যক্তি স্বার্থের পুজি করে
দেখো ওই কারা?
১৬ই শ্রাবন,১৪৩১,
ইং ০১/০৮/২০২৪
বৃহস্পতিবার বেলা ১১:৩৩।২৪৪৯, ২২/৬১ ,
০২/০৮/২০২৪।