কি ভালো? কি মন্দ?
কে চলে মেপে ছন্দ?
সত্য মিথ্যা যেমন মতি
কালের তোড়ে তেমন গতি।
আজকে যারে সত্য বলি
কাল সে হবে মিথ্যা;
স্থির হয়ে দাঁড়িয়ে থাকা
তাই কি বলবো বৃথা?
প্রকৃতির এই ঘূর্ণিঝড়ে
ভেসে যায় বানের তোড়ে।
খড়কুটো ধরে বাঁচতে চায়
বুঝি পরিস্থিতির সেটাই দায়।
আগুন যাবে ঝলসে দিয়ে
থাকবে পরান কষ্ট নিয়ে।
পরো অন্নে বেঁচে থাকা
বুঝি পরান্তকের ছবি আঁকা।
চাইলেই যায় না পাওয়া
জগতে পরম সত্য তাই;
মাটির সাথে মিশে যাবে
তবু উত্তর কোথাও নাই।
৭ই কার্তিক,১৪৩০,
ইং ২৫/১০/২০২৩,
বুধবার বিকেল ৫:৪৮।২১৭০, ১৯/১৯৮, ২৮/১০/২০২৩।
পরান্তক - প্রলয়কারি