অনুচরকে অক্সিজেন দেয়
অনুচর দেয় টাকা;
সেই অনুচর সত্যের প্রতীক
আসলে সব ফাঁকা।
কেমনে চোরের থৌল্লদার
সুনাম চুরি করে;
পরের গাছের ফলটা নিয়া
নিজের পকেট ভরে।
অ কথা, কু কথা, সাঙ্গ পাঙ্গ
অহরহই বলে;
এই দেশের শিক্ষা সংস্কৃতি
কেমন করে চলে।
কি শিখবে আগামী প্রজন্ম
দেশ শাসকের কাছে?
নিজের দোষ ঢাকার জন্য
শুধু অন্যকেই দুষে।
সময় বুঝি হল এবার
রুখে দাঁড়াতে হবে;
না হলে ওই ভবিষ্যৎ
শেষ হয়ে যাবে ।
মানুষ হয়ে কি বলবো
ওই ভবিষ্যতের কাছে?
জিজ্ঞেস করুন মনের কাছে
কোন জবাব আছে?
১০ই অগ্রহায়ণ,১৪২৯,
ইং ২৭/১১/২০২২,
রবিবার রাত ৯:০৮। ২২০০, ১৬/১৬১, ২৭/১১/২০২৩।