জীবনটা যে মুক্তাঙ্গন
জানলি নারে তুই;
রাখলি দিয়ে তালা-চাবি
বন্ধ ঘরে শুই।
খাঁচার পাখি উড়ু-উড়ু
পেলে খোলা জানালা;
ফুরুৎ করে যাবে উড়ে
কে বাঁধবে বলো না?
তবুও তো চিত্তে চেতন
ফিরলো না আজও;
শেষ সময়ে ঝরবে আঁখি
কষ্ট পাবি তাও।
আগেই যদি ভাবতে পার
কমবে মনের ব্যাথা;
থাকবে না আর কষ্ট তবে
বুঝলে জ্ঞানের কথা।
১৪ ই ভাদ্র, ১৪৩০,
ইং ০১/০৯/২০২৩,
শুক্রবার রাত ১০:৩৪। ২১১৯,১৯/৩৯, ০৫/০৮/২০২৩।