ক্ষমতার লোভ বলতো কোথায় যায়?
হিন্দু থেকে মুসলিম হয়ে জাতির পিতা হয়।
মোহাম্মদ আলী জিন্না ছিলেন গুজরাটি এক হিন্দু
জাতির পিতা হয়েই তিনি হলেন কি নদ সিন্ধ?
হিন্দু মুসলিম ব্যাপারটা নয় ব্যাপারটা ওই ক্ষমতা;
আরএসএসের ভাব শিষ্য মোদি বজায় রাখছে সমতা।
ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন শান্তি হয় না কভু
ধর্ম গুরুরা তাহাই করে বারে বারে তবু।
আমরা জনগণ বুঝেও তাহা না বোঝার ভান করি;
ধর্মীয় ওই বিভেদের সুর সবাই অন্তরে তাই বরি।
মানুষে মানুষে বিভেদ কোথায়? বিভেদ ক্ষমতায়;
পাখির চোখ সেখানেই রেখে জীবনটা শেষ হয়।
কে বাঁচলো, কে মরলো, আর দেখতে তো আসি না?
আমার আমিকে নিয়েই জীবন অন্য তো ভাবিনা?
বিচিত্র এই মানব সমাজ ভাবতে অবাক লাগে;
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি লালসায় অন্তর জাগে।
৩২শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ১৫/০৬/২০২৪,
শনিবার সকাল ৮:৫৪।২৪০১,২১/১৩৩
১৬/০৬/২০২৪।