কেন কবিকে এত ভয়
কবি যে কেঁদে কাঁদায়;
ওই সত্যকে খুঁজে আনে
প্রকাশ্যে দিনের আলোয়।
কবি মানুষের মানবতাবোধ
কে করিবে তারে রোধ?
সব মিথ্যাকে হারিয়ে দিয়ে
কবি নেয় প্রতিশোধ।
কবি যে সত্যের প্রতিধ্বনি
প্রকাশে ওই তাঁর লেখনী ।
তাই ভালবাসে জনগন
কবি যে বিবেকের মন।
কবি সত্যকে নিয়ে খেলে
তাঁরে প্রকৃতিতে খুঁজে মরে;
খাওয়া-দাওয়া সব ভুলে
সেই সত্যকে তুলে ধরে।
ওই বর্বর শাসকের দল
পায় ভয় কবি ও কবিতারে;
না পেরে সামাল দিতে
কবিদেরই জেলে পোরে।
স্বাধীনতার কঠিন লড়াইয়ে
থাকে কবিরা বড় ভূমিকায়
জনগণের কণ্ঠ হয়ে কবি
ওই শত্রুকে পিছু হটায়।
জেনো মুক্তির দিশারী কবি
দেশকে জাগ্রত করে চেতনায়;
তাই ভেদাভেদ সব ভুলে
হয় সংঘবদ্ধ একই বেদনায় ।
স্বাধীনতার শ্রেষ্ঠ যোদ্ধা কবি
ভালোবাসে মাতৃভাষা ও জন্মভূমি
জীবন দেয় রক্ত দেয়
যেমন দেই তুমি আমি।
১০ই চৈত্র ১৪৩০,
ইং ২৪/০৩/২০২৪।
রবিবার বিকেল ৪:৪৫। ২৩১৯, য২০/১৬৮৫ ২৬/০৩/২০২৪।