ধ্বংস করে সোনার বাংলা
কি বার্তা দিলে?
জিজ্ঞেস করো নিজেকে আজ
কে ফায়দা নিলে?

গড়া জিনিস ভাঙ্গা সহজ
গড়ে দেখো তাই;
ছিল কত রক্ত, কত ইজ্জত,
দিয়েছে সবাই।

কান্নার শব্দ শুনতে কি পাও?
শোননা কান পেতে;
আসতে পারে এমন দিন
আবার ঘুরে ফিরে।

মায়ের কান্না, বোনের চিৎকার,
থাকবে অভিশাপের মত;
পারবে না ভাই ভুলে যেতে
চেষ্টা করলেও শত।

যারা চলে গেছে জগত ছেড়ে
আসবেনা আর ফিরে;
আমার স্মৃতি তোমার স্মৃতি
রাখবে তাঁদের ঘিরে।

কালো কিংবা সাদা রংয়ের
যাহাই বলো তুমি;
প্রজন্মান্তর ওই ঘৃনার চোখে
যাবে মোদের চুমি।

মোদের মাথায় কাঁঠাল ভেঙ্গে
খেয়ে গেল যারা;
চিনলাম না আমরা তাদের
কেমন মানুষ তারা?

কত রক্ত দিলাম জীবন দিলাম
মাথায় নিলাম ঝাঁকা;
বসে সিংহাসনে গোঁফ পাকাবে
দেশটা হবে ফাঁকা।

অর্ধেক সময় কাটিয়ে দিলাম
হিংসা দ্বন্দ্ব করে;
থাকল বাকী আরেক অর্ধ
হবে কি শেষ ভোরে?

বড় অনিশ্চিত এই জীবনটা
কোথায় হবে শেষ;
শ্মশান কিংবা ওই কবরেই
থাকবে পড়ে রেশ।

শান্তির খোঁজে শান্তি নষ্ট
কোন চেতনায় আছি?
এই চেতনা নিয়ে আমরা
কেমনে বলো বাঁচি?

৫ই ভাদ্র, ১৪৩১,
ইং ২২/০৮/২০২৪,
বৃহস্পতিবার বিকেল ৪:০৪।২৪৭০,২২/১১৭,
২৩/০৮/২০২৪।