বোধনে চেতনে জেগেছে মননে
আমরা মায়ের সন্তান;
মা তো শোনে না আমাদের কথা
যতই করি না ক্রন্দন।
ওই মৃন্ময়ী যদি চিন্ময়ী হতো
দুঃখ থাকিত না আর;
সন্তানের দায়ীত্ব মা যদি নিতো
মানুষের হতো না হার।
অসুরের আক্রমণে নিরপরাধ মরছে
চারিদিকে কান্নার রোল;
অচেতন মাকে পুজিতেছি আমরা
বাজিয়ে ঢাক ঢোল।
শৈশব থেকে পূজেছি ঐ মৃন্ময়ীকে
পাই নাই কোন ফল;
তবু রেখেছি বিশ্বাস, রেখেছি আস্থা,
আহা কেমন ধর্মের কল!
২রা কার্তিক ১৪৩০,
ইং ২০/১০/২০২৩,
শুক্রবার সকাল ১০:১৬। ২১৬৫, ১৯/১৮২, ২২/১০/২০২৩।