কে হিন্দু? আর কে মুসলিম?
তা বলবে কোনজন?
জন্মের পরে মানুষ ছিলাম
পরে বিষাক্ত হল মন।

বৈষম্যের সেই মতবাদে
ভাগ করলো মানুষ;
কি যে ভালো? কি যে মন্দ?
ছিল না তাঁদের হশ।

ধর্মমতের সেই ধারক-বাহক
ছিল ব্যক্তি স্বার্থে মত্ত;
নিজের কবর নিজেই খুঁড়ছে
ওই সম্মুখে গভীর গর্ত।

নারীকে ওরা বোরখা পরায়
শুনায় ধর্মের অনুশাসন?
মায়ের অন্তর্বাস হাওয়ায় উড়ায়
এরা করবে দেশ শাসন?

মানুষ যারা তাঁদের বলি
সকল হিংসা বিদ্বেষ ভুলে;
হাতে হাত রেখে গড় প্রতিরোধ
মনুষ্যত্বকে ধর এবার তুলে।

নাহলে ধ্বংস হবে দেশ ও জাতি
থাকবে না অস্তিত্ব আর;
সোনার বাংলার সোনার সন্তানরা
সহজেই মেনে নেবে হার?

মুখোশ পরা ওই অপরাধীদের
দিও না ভাই ঠাঁই ;
নিজে মরবে অপরকেও মারবে
চেতনায় রেখো তাই।

যুগ যুগ ধরে ঘুরছে ওরা
এদিক ওদিক করে;
সুযোগ পেলেই মারবে তোমায়
গলাটা টিপে ধরে।

২৪শে শ্রাবন,১৪৩১,
ইং ০৯/০৮/২০২৪,
শুক্রবার সকাল ৯:২৬। ২৪৫৭, ২২/৮০,
১০/০৮/২০২৪।