কে চোর, কে সাধু?
বিচারের জন্য বিচারপতি;
আর প্রমাণ দেবে সিবিআই, ইডি,
বিচারালয়ের এটাই গতি।
চাকরি চুরি করে
ঘরে অর্থের পাহাড় গড়ে;
তাঁদের প্রমাণ দিতে হবে
আস্তে আস্তে ধীরে ধীরে।
নেতা-নেত্রী মন্ত্রীরা সব
কেউ জানে না কিছু
এই ধ্বংস হওয়া রাজ্যটা
ছুটবে কাহার পিছু পিছু ?
শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে
স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ
কে গড়বে ভবিষ্যৎ প্রজন্ম
কেমনে বন্ধ হবে রন্ধ্র?
আইএএস, আইপিএস, এবং প্রশাসন
যদি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়
কেমন করে দেশ চলবে?
জনগণের আজ এটাই বড় ভয়।
নেতা মন্ত্রীরা দলের হয়ে গলা ফাটায়
জনগণের হয়ে বলার সময় পাবে কোথায়?
আবার এরাই নাকি জনগণের প্রতিনিধি
এই মানুষদের এটাই আজ ভাবতে কষ্ট হয়।
কঠিন অবস্থা দেশ ও রাজ্যের
অজ্ঞ অশিক্ষিতের ভীড়;
জ্ঞানীগুনিরা দূরে দাঁড়ায়ে
খাচ্ছে দেখো ক্ষীর ।
মুক্তি পেতে এই অবস্থা থেকে
এবার জনগণকে ভাবতে হবে;
কঠিন লড়াই বাঁচতে গেলে
আর কতদিন চুপটি করে রবে?
২০ শে আশ্বিন, ১৪৩০,
ইং ০৮/১০/২০২৩,
রবিবার রাত ৯:২৬।২১৫৪, ১৯/১৪৫, ১১/১০/২০২৩।