বাংলাকে অসুস্থ করার চক্রান্ত
চলছে অবিরত;
নাহলে বিনাশ্রমে অর্থ আয় থেকে
হতে হবে বিরত ।

ক্ষমতা থেকে সরতে হবে ছাড়তে হবে গদি
তাই সারা বাংলায় বইছে খুনধর্ষণের নদী ।

চুপ করে আর থেকো না মানুষ
জাগো এবার সবে;
আমাদের পথ দেখাল অভয়ারা
আর থেকো না নীরবে।

কঠিন সতর্কবাণী শোনাই এবার
যারা আছ ওই দলে;
যূপকাষ্ঠে গলা দিতে হতে পারে
ক্ষমতা দখলের ছলে।

সময় থাকতে সতর্ক হও না হলে-
পাবে না সময় আর;
ওই অর্থের পিছে ছুটতে গিয়ে
ভেঙ্গোনা নিজের ঘর।

সৎ পথে ব্যক্তি শ্রমে অর্থ কামাও
থাক সবাই সুখে;
তবেই নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারবে
হাসি ফুটবে মুখে।

৫ই আশ্বিন, ১৪৩১,
ইং ২২/০৯/২০২৪,
রবিবার সকাল ৯:২৬। ২৫০১, ২২/১৯৪,
২৩/০৯/২০২৪।